ঐশিক সেন,

দুর্গাপুরের অন্যতম সেরা বারোয়ারি পুজো উর্বশী সার্বজনীনের খুঁটি পুজো অনুষ্ঠিত হল। আজ সোমবার গুরুপুর্নিমার দিন শহরের অন্যতম সেরা দুর্গাওৎসবের সূচনা হয়ে গেল। এবার এই পুজো ২০ তম বর্ষে পদার্পন করল। এবারের থিম মায়াপুরের ইস্কনের নতুন মন্দিরের আদলে মন্ডপ সজ্জা , সঙ্গে থিম অনুযায়ী আলোক সজ্জা থাকছে। দুর্গাপুরের অনিমা ডেকোরেটর্স এবার মন্ডপ সজ্জার দায়িত্বে , মোটামুটি ভাবে ১৮ থেকে ২০ লক্ষ টাকার বাজেট রয়েছে এই পূজোয়।

অন্যদিকে গুরুপুর্নিমার দিন দুর্গাপুরের ঐতিহ্যশালী দুর্গাপুজো নবারুণ ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। আজ সোমবার এই খুঁটিপুজো তে উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রাক্তন মহা নাগরিক তথা ক্লাব সদস্য অপূর্ব মুখোপাধ্যায় সহ অন্যান্য সদস্যবৃন্দ। এই বছর ৫৬ তম বর্ষে পদার্পণ করছে এই পুজো। উদ্যোক্তাদের পক্ষে সঞ্জয় পাল জানালেন যে এবারের থিম এ একটু চমক রয়েছে। যা ক্রমে প্রকাশ্য। তিনি আরো বলেন যে এই পুজোয় সাবেকি ঘরানার মণ্ডপসজ্জা প্রতিমা ও আলোকসজ্জায় সজ্জিত হয়। এই পুজোর বিশেষ আকর্ষণ মেলা যা যথারীতি এবারও হবে বলে জানান তিনি। ১৫ লাখ থেকে কুড়ি লাখের মধ্যে বাজেট এই পুজোর যা দুর্গাপুরের অন্যতম আকর্ষণীয় হতে চলেছে বলে আশা রাখছেন উদ্যোক্তারা।

Leave a Reply