Spread the love

গুরতর অসুস্থ কথা সাহিত্যিক হাসান আজিজুল হক


মোোল্লা জসিমউদ্দিন টিপু,
দুই বাংলার সাহিত্যপ্রেমীদের কাছে হাসান আজিজুল হক এক অতিপরিচিত নাম।তাঁর জন্মভূমি যে এ বাংলার বর্ধমানের  যবগ্রামে।শনিবার বাংলাদেশের এই জনপ্রিয় কথা সাহিত্যিক হাসান আজিজুল হক এর শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় এয়ার এম্বুলেন্স করে রাজশাহী থেকে আনা হলো ঢাকায়।সম্প্রতি বাথরুম থেকে পড়ে গিয়েছিলেন।কোমরে হাড়ে হালকা চির ধরেছিল।দীর্ঘদিন শয্যাশায়ী অবস্থা কাটাচ্ছেন তিনি।শরীরের লবণের পরিমাণ কম।হৃদয়যন্ত্রে সমস্যা রয়েছে। ডায়াবেটিস আছে। তাই শারীরিক অসুস্থতার জন্য রাজশাহী থেকে আনা হলো ঢাকায়। ১৯৩৯ সালে বর্ধমানের  যবগ্রামে জন্ম তাঁর।১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের অধ্যাপক হিসাবে যোগ দেন।২০০৪ সালে অবসরগ্রহণ করেছিলেন তিনি। তাঁর স্ত্রী মারা গেছেন। সেই থেকেই একাকী থাকেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *