“গুণী মানুষের পাড়া”শারদ সম্মান
বনি সিংহ : বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্র প্রতিবছরের মতো এবারও এক অভিনব উদ্যোগ নিলেন শারদীয়ায় “গুণী মানুষের পাড়া”ইরানি মিত্র শারদ সম্মান। তিনি একটু ব্যতিক্রমী সেরা মন্ডপ, সেরা প্রতিমা বা সেরা পুজো এগুলোর বিচারে না গিয়ে পাড়ার গুণী ব্যক্তির জন্য সেই পাড়ার পুজোকে বেছে নিলেন। এমনি সব মানুষ যারা সমাজের বিভিন্ন স্তরের প্রকৃত গুণের অধিকারী, অর্থাৎ যারা সমাজে ভালো কাজ করে চলেছেন একজন ইতিবাচক আত্মার অধিকারী ব্যক্তি হিসেবে। এই এরকম গুণী মানুষের পাড়া হিসেবে ডিজাইনার ইনানী মিত্র শারদ সম্মান২০২৫ পেলেন কোলকাতা এবং হাওড়া’র বেশ কয়েকটি ক্লাব। যেমন কলকাতার বেহালার পর্ণশ্রী গড়াগাছা সংসদ ক্লাব”গুণী মানুষ ড.খোকন রাউত”, ঠাকুরপুকুর পানের আড়া যুবশান্তি ক্লাব”গুণী মানুষ রবি রজক”, হাওড়া দাশনগর কাশীপুর যুবগোষ্ঠী”গুণী মানুষ প্রেমনাথ মেউর”, হাওড়া বটতলা সার্বজনীন দূর্গা উৎসব কমিটি”গুণী মানুষ দেবাশীষ বাগ”,নিউ আলিপুর সার্বজনীন দূর্গা উৎসব কমিটি “গুণী মানুষ অনুরাংশু চক্রবর্তী”, কলকাতার পন্ডিতিয়া পূজা সমিতি”গুণী মানুষ অনীশ চক্রবর্তী”, বড়বাগান সার্বজনীন”গুণী মানুষ পায়েল রায়”, আগরপাড়া পূর্বপল্লী সার্বজনীন দূর্গা উৎসব কমিটি”গুণী মানুষ ড. স্বপন নাথ” এবং কল্যাণী রয়্যাল পার্ক কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন “গুণী মানুষ কৌশিক পাল। এনাদের প্রত্যেকের জন্য তার নিজের পাড়া গর্বিত হল,তাই গুণী মানুষের পাড়া হিসাবে এই বছর এই পুজো কমিটি গুলো পেলেন” ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্র শারদ সম্মান”। এই সম্মান পেয়ে পুজো কমিটি গুলো যেমন খুশি হয়েছেন তেমনি খুশি হয়েছেন ইরানি মিত্র তাদের হাতে শারদ সম্মান তুলে দিতে পেরে।