গুজরাত জয়ে ভাতারে লাড্ডু বিলি ভাতার বিজেপির 

সেখ রাজু , ভাতার

বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখে  বিজেপির উদ্যোগে একটি সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয় । পঞ্চায়েত ভোটে সংগঠনের রূপরেখা কি হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা নেতৃত্বরা । পাশাপাশি এদিন গুজরাতে বিজেপির অসাধারণ সাফল্যকে সামনে রেখে কর্মীদের মধ্যে আবির খেলা ও লাড্ডু বিতরণ হয়ে থাকে । কয়েক মাস পরেই পঞ্চায়েত ভোট, এই ভোটে ভাতার বিধানসভায় বিজেপির অস্তিত্ব আরো সুদৃঢ় করতে এই জয় অনেকটা অক্সিজেন যোগাবে বলে আশা করছেন বিজেপি কর্মী সমর্থকরা । প্রতিটি কর্মীর হাতে লাড্ডু তুলে দিলেন ভাতার বিধানসভার বিজেপি প্রার্থী তথা এফসিআই বোর্ড মেম্বার মহেন্দ্রনাথ কোণার ও বর্ধমান জেলা বিজেপি সাধারণ সম্পাদক আশিস পাল । সংগঠনকে মজবুত করার পাশাপাশি আগামী পঞ্চায়েত ভোটে প্রতিটি বুথে কর্মীদের ঝাঁপিয়ে পড়ে লড়াইয়ের মাঠে থাকার জন্য আবেদন জানান বিজেপি নেতৃত্বরা ।

উপস্থিত ছিলেন বর্ধমান জেলা বিজেপি সাধারণ সম্পাদক আশিস পাল, ভাতার বিধানসভার বিজেপি প্রার্থী তথা এফসিআই বোর্ড মেম্বার মহেন্দ্রনাথ কোণার, ৩৩ নং জেডপি সভাপতি সঞ্জয় সাউ, ৩৫ নং জেডপি সভাপতি স্বপন কৈবর্ত, ৩৬ নং জেডপি সভাপতি বরুণ ঘোষ, জেলা যুব মোর্চার আইটি কনভেনার কৃষ্ণেন্দু রায়, এসসি মোর্চার বিজেপি জেলা সভাপতি রাজকুমার হাজরা সহ বিভিন্ন বিজেপির কার্যকর্তা ও সমর্থকরা ।ভাতার বিধানসভার বিজেপি প্রার্থী তথা এফসিআই বোর্ড মেম্বার মহেন্দ্রনাথ কোণার জানান গুজরাতের জয় আমাদের মধ্যে অনেকটাই অক্সিজেন জুগিয়েছে । আগামী পঞ্চায়েত ভোটে সকল কর্মীদের নিয়ে আমরা ঝাপিয়ে পড়বো । অনেকটাই আশাবাদী ভাতারের এবারে পঞ্চায়েত ভোটের ফলাফল অসাধারণ হবে ।

Leave a Reply