গিল্ড অফ ফাইন আর্ট এন্ড আর্টিস্ট সংগঠনের চিত্রকর্মশালা প্রশংসনীয়


দীপঙ্কর সমাদ্দার: ১৬ ই ফেব্রুয়ারি সকাল১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকাতা ও পার্শ্বস্ত এলাকার ৬০ জনেরও বেশি গুণী চিত্রশিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘ক্রিয়েটিভ ক্যানভাস আর্ট ক্যাম্প’ নামাঙ্কিত অতি দৃষ্টি নন্দন চিত্রকর্মশালা কলকাতার একাডেমি অফ ফাইনার্স এ। প্রত্যেক শিল্পীর জন্য ক্যানভাস, এক্রেলিক কালার, আনুষাঙ্গিক ছবি আঁকার জিনিসপত্র সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। একাডেমি অফ ফাইন আর্টস প্রাঙ্গণে সুন্দর মনোরম পরিবেশে এক ঝাঁক শিল্পীরা বেশ আনন্দ সহকারে ক্যানভাসে তাদের মনের রঙে ফুটিয়ে তুললেন অসাধারণ কিছু ছবি যা অতি দৃষ্টিনন্দন। প্রত্যেক শিল্পীর ছবি দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রত্যেকটা সুন্দর তবুও মন ছুঁয়ে গেল বেশ কিছু শিল্পীর কাজ তারা হলেন মানবেন্দ্র সরকার, মিহির কয়াল, কিশোর মল্লিক, জেমস, সৌমেন বোস, মৌমিতা দাস, নেহা সিং, শিল্পী চক্রবর্তী, অনিরুদ্ধ দেবনাথ, প্রতাপ দাশগুপ্ত। গিল্ডের পক্ষে প্রখ্যাত চিত্রশিল্পী নারায়ণ দাস জানালেন এখানে যে ট্রাস্টি বোর্ড করা হয়েছে তা সম্পূর্ণ নন প্রফিটেবল সংস্থা। এখান থেকে শিল্পীদের বিভিন্ন পরিষেবা দেওয়া হবে। নারায়ণ বাবু জানালেন যেরকম বইমেলা হয় সেরকম আগামী দিনে একটা আর্ট ফেয়ার যাতে করা যেতে পারে সেই চেষ্টা তারা করবেন, বর্তমানে প্রচুর শিল্পী ভীষণ ভালো ভালো ছবি আঁকছেন কিন্তু সেগুলো বিক্রির ব্যবস্থা করতে হবে শিল্পীদের আঁকা ছবি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তবেই তো আগামী দিনে শিল্পীরা আরো বেশি ভালো ভালো ছবি আঁকার প্রচেষ্টা চালিয়ে যাবে। নবীন ও প্রবীণ শিল্পীদের নিয়ে বিভিন্ন কাজকর্ম হবে যেখানে নবীন শিল্পীরা প্রবীণ শিল্পীদের কাছ থেকে অনেক কিছু জ্ঞান সংগ্রহ করতে পারবে ছবি র বিষয়। নারায়ণ দাস আর্ট গ্যালারি এই গিল্ডের অফিস হিসাবে কাজ করবে। নারায়ণ বাবু সরকারের কাছে আবেদন রেখেছেন আগামী দিনে চিত্রশিল্পীদের নিয়ে যাতে ভালো কিছু কাজ করা যায়। আগরপাড়া থেকে আসা স্বপ্নপূরণের চিত্রশিল্পী স্তুতি সমাদ্দার জানালেন শুধুমাত্র চিত্র প্রদর্শন এবং চিত্র কর্মশালাতে শিল্পীদের বাহবা দিলে চলবে না, গৃহসজ্জার জন্য প্রচুর প্রচুর পরিমাণে ছবি কিনতে হবে, তবেই তো আগামী দিনে চিত্রশিল্পীরা এই পথে থাকার আশার আলো দেখতে পাবে।
এক কথায় সমগ্র চিত্রকর্মশালা অনবদ্য।

Leave a Reply