গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- গত ৫ ই সেপ্টেম্বর ছিল শিক্ষক দিবস। সেই দিনটিকে স্মরণ করে বুধবার রাজনগর ব্লকের গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে পঞ্চায়েত এলাকার শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। জানা যায় যে,গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়। স্থানীয় পঞ্চায়েত এলাকার সমস্ত প্রাথমিক , উচ্চ প্রাথমিক, এসএসকে,এমএসকে ও উচ্চ বিদ্যালয়ের মোট ৯০ জন শিক্ষক-শিক্ষিকাকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানের শুরুতে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। এরপর সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের উত্তরীয় পরিয়ে এবং মেমেন্টো প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস চক্রবর্তী,গাংমুড়ি- জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী মন্ডল-সাহা , উপ-প্রধান মলয় ভট্টাচার্য,রাজনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা-কর্মাধ্যক্ষ মালতি ভারতী, পঞ্চায়েত সমিতির সদস্য শোভন আচার্য, গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক-সদস্য প্রদীপ বাগদি সহ অন্যান্য সদস্য সহ বহু বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালপুকুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার সাহা। জাতীয় সংগীত গাওয়ার মধ্যে দিয়ে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ করা হয়।

Leave a Reply