মনিপুরে ধিকৃত ঘটনা ও গনহত্যার বিরুদ্ধে গলসীতে বিক্ষোভ সভা
সেখ নিজাম আলম,
গলসী,৩০.৭.২০২৩ :- মনিপুরে’র মায়েদের উলঙ্গ করে ঘোরানো,জাতি দাঙ্গায় হতাহত, হাজার হাজার ঘরবাড়ি জ্বালানো ও মানুষের গনতান্ত্রিক অধিকার হরন এবং মালদহে মূক ও বধির ছাত্রীকে ধর্ষণ করে নলী কেটে হত্যা করে প্রমান লোপ ও দুস্কৃতিদের দ্বারা মায়েদের বেইজ্জত করে হাঁটানোর বিরুদ্ধে আজ বিকালে গলসী বাজার মোড়ে বামপন্থী গন সংগঠনসমূহের পক্ষে বিক্ষোভ সভা সংগঠিত হলো। সভা থেকে অবিলম্বে মনিপুরের বিজেপি-তৃনমূল সরকারের পদত্যাগ দাবি করা হয়। জেলা কৃষক সমিতির অন্যতম নেতা কাজী জাফর আলির উপস্থিতিতে বক্তব্য রাখেন সাইফুল হক,মনসীজ হোসেন, অমিতাভ মন্ডল ও রাম প্রনয় গাঙ্গুলী। সভাপতিত্ব করেন ব্লক কৃষক সভার সভাপতি নারুগোপাল দাস।