মোল্লা জসিমউদ্দিন , রাহুল রায়,
কাটোয়া শহরে প্রকাশ্যে গুলি চালনা কান্ডে নয়া মোড়।আসল ঘটনা সামনে আসতেই শহর জুড়ে শুরু হয়েছে ঘটনার পক্ষে বিপক্ষে নানা মন্তব্য। প্রেমিক কে গুলিকাণ্ডে জানা গেল প্রকৃত কারণ। অন্তঃসত্ত্বা প্রেমিকাকে জোর করে গর্ভপাত করানোর অভিযোগ উঠল এবার প্রেমিকের বিরুদ্ধে। ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলো গুনধর প্রেমিক । ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে কাটোয়া থানার পুলিশ।স্থানীয় সুত্রে প্রকাশ, চলতি।সপ্তাহে গত বুধবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওয়ান শটার বের করে প্রেমিককে গুলি করে এক কিশোরী। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনরকম প্রাণে বেঁচে যায় প্রেমিক। এই ঘটনায় প্রেমিকা কে গ্রেফতার করে পুলিশ। কাটোয়া থানা সুত্রে প্রকাশ , -‘ প্রেমিকার মায়ের দাবি, অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় জোর করে গর্ভপাত করায় এই প্রেমিক। এরপর বিয়ের প্রস্তাবে বেঁকে বসে এই যুবক।গত শুক্রবার প্রেমিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ। যদিও আদালতে পেশ করার সময় অভিযুক্ত প্রেমিক নিজেকে নির্দোষ দাবি করেছে। তাঁর দাবি, মিথ্যা অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে। কাটোয়া থানার পুলিশ অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করেছে। উল্লেখ্য, গত বুধবার বিয়ের প্রস্তাব নাকচ করায় প্রেমিক ওয়ান শাটার পাইপগান দিয়ে প্রেমিককে লক্ষ্য করে গুলি চালায় নাবালিকা প্রেমিকা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনরকম প্রাণে বেঁচে যায় প্রেমিক যুবক। আহত প্রেমিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রেমিকাকে গ্রেফতার করে থাকে কাটোয়া পুলিশ। প্রেমিকার কাছ থেকে একটি গুলি ওয়ান শাটার পাইপগানটিও উদ্ধার করে স্থানীয় পুলিশ। পুলিশের কাছে প্রেমিকা দাবি করেছিল, তাকে ধর্ষণ করে তার প্রেমিক তার সঙ্গে প্রতারণা করেছে। বিবাহ করছেনা বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় চুম্বনের পর প্রেমিককে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে এই কিশোরীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছিল কাটোয়া শহরের সার্কাস ময়দান এলাকায়। গুলি পেট ছুঁয়ে বেরিয়ে যাওয়ার অল্পের জন্য প্রাণে বাঁচে প্রেমিক। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল উত্তরপ্রদেশ থেকে। প্রেমিকের অভিযোগ, ঘটনার দিন রাতে তাঁকে ডেকে পাঠিয়ে স্বাভাবিক কথাবার্তা বলছিল এই কিশোরী প্রেমিকা। আচমকাই প্রেমিক কে চুম্বন করে পিছন থেকে ওয়ান শটার বের করে গুলি করে এই কিশোরী।এরপর শহর জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা যায়। পাশাপাশি শহরের বুকে প্রকাশ্যে গুলি চালনার ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।