সেখ সামসুদ্দিন, ২২ জানুয়ারিঃ বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের পরিচালনায় প্রত্যেক বছরের মতো এ বছরও স্বর্গীয় শৈলেন্দ্রনাথ মল্লিক স্মৃতি ও ঈশ্বর্ স্বর্গীয় নিতাই চাঁদ সাহা স্মৃতি ফুটবল প্রতিযোগিতার আজ চূড়ান্ত খেলা হয় গন্তার ফুটবল মাঠে। এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন খেলা হয় আজ ২৭ নভেম্বর। আজ গন্তার ফুটবল মাঠে চূড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বী দুই দল গন্তার মহাদেব একাদশ ও কিসকিন্দিা মিলন সংঘ। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা, বাগিলা পঞ্চায়েত সদস্য প্রলয় কুমার পাল, সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, ক্লাবের সভাপতি, সম্পাদক সহ বর্ষীয়ান সদস্য নারায়ণ চন্দ্র মোদক, ভবানীপ্রসাদ ঘোষ, অরুণ সিংহ রায় সহ এলাকার ক্রীড়া মোদী মানুষের উপস্থিতিতে উদ্বোধনী খেলাটি জমজমাট অনুষ্ঠানে রূপান্তরিত হয়। দুর্দান্ত খেলে উভয় টিম, দর্শক পূর্ণ মাঠে খেলা উপভোগ্য হয়ে ওঠে। ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হয় মহাদেব একাদশ গন্তার ও রানার্স হয় কিসকিন্দা মিলন সংঘ। এদিনে ম্যান অফ দ্য ম্যাচ মিলন সংঘের তুষার হেমব্রম, সেরা ডিফেন্স মহাদেব একাদশের সঞ্জয় কোঁড়া, সেরা গোলকিপার সেখ আরিফ, সেরা ফরোয়ার্ড সঞ্জিত কোঁড়া, সেরা হাফ সৌমেন মান্ডি এবং ম্যান অফ দ্য টূর্ণামেন্ট কিসকিন্দার পলাশ দাস। চ্যাম্পিয়ন দলকে নগদ তিরিশ হাজার টাকা ও কাপ এবং রানার্স দলকে পঁচিশ হাজার টাকা ও কাপ দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী বক্তব্যে গন্তার মেমোরিয়াল ক্লাবকে বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি দেওয়ার অঙ্গীকার করেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে সৌন্দর্য্যায়নের অনুরোধ করেন। সভাপতি প্রস্তাবে সহমত পোষণ করেন।