Spread the love

সাধন মন্ডল,

অনন্য জহর, বিসিসি এভারগ্রীন ও চতুরঙ্গ তিনটি সমাজসেবী সংগঠন এর যৌথ উদ্যোগে আজ গঙ্গাজলঘাটি ব্লকের গাংদুয়া জলাধারে অনুষ্ঠিত হলো মিলন উৎসব ।বস্ত্রদান ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন এদিনের এই মিলন উৎসবের অঙ্গ আজ সেই আনন্দ ভাগ করে নিতে হাজির হয়েছিলেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি তথা অধ্যাপিকা সমাজসেবী বসুমিত্রা সিংহ পান্ডে, পুরুলিয়া সিধু কানু বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক তথা সাংবাদিক সমাজসেবী প্রণব হাজরা ,সমাজসেবী শক্তি সিনহা মহাপাত্র ,জেলা শিক্ষক নেতা সমাজসেবী গৌতম গরাই প্রমূখ। আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে সংগঠনগুলির সভাপতি বিক্রমজীত চট্টোপাধ্যায় বলেন আমরা সারা বছর ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি ।কোথাও রক্তদান শিবিরের আয়োজন, কোথাও দুঃস্থদের বস্ত্র দান, আবার কোথাও স্বাস্থ্য সচেতনতা শিবির ।এভাবেই চলে আমাদের সদস্যদের নিয়ে বিভিন্ন সেবামূলক কাজ , আর আজ সেই তাদের নিয়েই একদিনের বনভোজনে মিলিত হয়েছিলাম। আজ সারা বছর কাজের শেষে একদিন সকলে মিলে আনন্দ উপভোগ ও মত বিনিময় এবং নিজ নিজ প্রতিভা প্রকাশের একটি সাংস্কৃতিক মঞ্চ। আজ এই মিলন উৎসবে অনেকেই তাদের নিজস্ব সংস্কৃতির পরিচয় রেখেছেন কেউ গান ,কেউবা কবিতা আবৃতি করে অনুষ্ঠানটিকে প্রাণোচ্ছল করেছেন। সবশেষে এলাকার শতাধিক দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হল। আজকের এই বনভোজন বা মিলন উৎসবে দুই শতাধিক সহযোগী মানুষ হাজির হয়েছিলেন ।তাদের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন বিশিষ্ট অধ্যাপিকা বসু মিত্রা সিংহ পান্ডে সহ বিশিষ্ট মানুষজন ।এছাড়া এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও জেলা কমিটির সম্পাদক সহ বিশিষ্ট মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *