শুভ ঘোষ,
আজ কলকাতা প্রেসক্লাবে আয়োজিত হলো।বঙ্গ সাহিত্য সম্মেলনে সাহিত্যিক গঙ্গা কিশোর ভট্টাচার্যের বই প্রকাশ।লেখক পুলক মন্ডল মহাশয়,প্রকাশক ভাষাপথ অভিজিৎ ব্যানার্জি উপস্থিতিতে বই প্রকাশ করা হয়।আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গসাহিত্য সম্মিলনীর সম্পাদক গোপাল চক্রবর্তী, ডক্টর রাম কুমার মুখোপাধ্যায়,সুদীপ চক্রবর্তী,অনিল আচার্য,নীতিশ ভট্টাচার্য, আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গর উপস্থিতিতে গঙ্গা কিশোর ভট্টাচার্যের বই প্রকাশ করা হয়।