খোসদেলপুর হাই মাদ্রাসায় বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান।
উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর খোসদেলপুর হাই মাদ্রাসায় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষক ছাত্র ছাত্রী ও এলাকা শিক্ষা রোগী মানুষের ছিল এদিনের চোখে পড়ার মত। প্রায় ২৩ টি ইভেন্টের মধ্য দিয়ে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত খোস দেল পুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রউফ দফাদার বলেন করোনার কারণে দীর্ঘ দু’বছর পরে সুন্দরভাবে আজকের খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাধুলো একটি শিক্ষার পাঠ ,যার মধ্য দিয়ে শরীর ও মন মানসিকতা ভালো থাকে। তাই খেলাধুলার বিশেষ প্রয়োজন। ঘুমা এক নম্বর পঞ্চায়েত প্রধান জেসমিন সাহাজি বলেন বাৎসরিক খেলাধুলা মানে একটি মিলন উৎসব এখানে সমাজের সকল স্তরের মানুষ সম্মিলিতভাবে সামিল হয়। পরবর্তীতে আরো যাতে সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলি সম্পন্ন করা যায় সেদিকে আমাদের নজর রাখতে হবে। পি ওয়াই এফ এর রাজ্য সভাপতি মাদ্রাসার শিক্ষক সিয়ামত আলী বলেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিশেষ প্রয়োজন। যাতে শরীর ভালো থাকে মনের জড়তা দূর হয়। সামনে মাদ্রাসা দপ্তরের জেলা স্পোর্টস ও রাজ্য স্পোর্টস অনুষ্ঠিত হবে। সেখানে এই সমস্ত ছাত্র-ছাত্রীরা উঠে আসতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। এই দিনে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালন কমিটির সম্পাদক শেখ সাদিক সাহাজি, সহ-সভাপতি শেখ আনোয়ার আলী, বিপ্লব বিশ্বাস, রাজু পাল, ফারুক মল্লিক, ফিরোজ উদ্দিন, শতরূপা বোস, সাহানি সুলতানা, আব্দুর রউফ,শেখ আজহার আলী তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।