‘খেলা হবে’ দিবস পালন দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় আজ বুধবার স্থানীয় সারদা ফুটবল ময়দানে ‘খেলা হবে’ দিবস পালিত হয়। এদিন ফুটবলে কিক মেরে খেলা হবে দিবসের সূচনা করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সাগর কুন্ডু, সুভাষ মেটে, সনাতন পাল, বিশিষ্ট সমাজসেবী প্রভাত চ্যাটার্জি, স্বরুপ আচার্য, শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ, শিক্ষক অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক দেবাশিষ পাত্র সহ ক্রীড়াপ্রেমী মানুষজন। খেলা হবে দিবস উপলক্ষে এদিন বন্ধুত্বপূর্ণ একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এই ম্যাচে মুখোমুখি হয় দুবরাজপুর পৌরবাসী একাদশ ও পৌরসভা কর্মচারী একাদশ। টান টান উত্তেজনার মধ্য দিয়ে দুবরাজপুর পৌর কর্মচারী একাদশ টাই ব্রেকারে দুবরাজপুর পৌরবাসী একাদশকে পরাজিত করে। দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, খেলার মাধ্যমে ভ্রাতৃত্ব বোধ ও বন্ধুত্ব বোধ বাড়ুক এটাই চাই আমরা। তাছাড়া বর্তমান যুব সমাজ মোবাইল গেম ও ড্রাগের নেশায় আশক্ত হয়ে পড়েছে। তাই তাঁদেরকে খেলার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যেই মূলত এই খেলার আয়োজন।