খাদ্য মেলা আয়োজনে আদর্শ বালিকা শিক্ষায়তন (প্রাথমিক বিভাগ ) এর শিক্ষার্থীরা

মোল্লা শাহজাহান বাদশা,

 শিক্ষাবর্ষ শেষে আনন্দ উৎসবে মেতে উঠেছে আদর্শ বালিকা শিক্ষায়তন প্রাথমিক বিভাগের শিক্ষার্থীরা ।মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় , ১০৪ নম্বর ওয়ার্ডের পৌর পিতার মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে এবং আদর্শ বালিকা শিক্ষায়তনের শিক্ষক শিক্ষিকা বৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় এক খাদ্য মেলার আয়োজন করা হয়েছে। অভিভাবক অভিভাবিকা দের সক্রিয় অংশগ্রহণ ,শিশু শিক্ষার্থীদের উৎসাহ এবং শিক্ষক-শিক্ষিকাদের নিরলস পরিশ্রমে এই মেলা সর্বাঙ্গিক রূপে সাফল্যমন্ডিত হয়েছে। খাদ্য মেলায় ছিল নানা রকমের খাদ্যের সমাহার– ঝাল মুড়ি,ফ্রুট স্যালাড, আলুকাবলি,ঘুগনি,নানারকম  স্যালাড,চুরমুর,ফুচকা, দই ফুচকা ,স্যান্ডউইচ ইত্যাদি ।শিক্ষার্থীরা পরম উৎসাহে সেগুলি নিজেদের হাতে তৈরী করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে সকলকে সেই খাবার পরিবেশন করেছে অতি যত্ন সহকারে। শিক্ষাবর্ষ শেষে শিশুদের আনন্দ দেবার এ এক অভিনব উদ্যোগ। পুঁথিগত শিক্ষার বাইরে আনন্দদায়ক পরিবেশে খেলাভিত্তিক শিক্ষার মাধ্যমে শিশুরা খাদ্যের পুষ্টিগুণ, স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন, সকলে মিলে মিশে কাজ করার শিক্ষা লাভ করলো। সর্বোপরি শিক্ষার্থীদের উৎসাহ ও আনন্দে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠলো। আদর্শ বালিকা শিক্ষায়তনের এই খাদ্য মেলা,সত্যিই প্রশংসার দাবি রাখে।

Leave a Reply