খাদিমকর্তা অপহরণ মামলায় সিংহভাগ আসামির যাবজ্জীবন বহাল রাখলো ডিভিশন বেঞ্চ
মোল্লা জসিমউদ্দিন ,
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গুরত্বপূর্ণ এক মামলার রায়দান ঘোষণা হলো। খাদিমকর্তা অপহরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাত জনের সাজা বহাল রাখল হাইকোর্ট । কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মুক্তি পেলেন একজন।২০০১ সালের ২৫ জুলাই সকাল সাড়ে এগারোটা নাগাদ তপশিয়ার সিএনরায় রোড থেকে অপহৃত হয়েছিলেন খাদিম কর্তা পার্থ রায় বর্মন। তিন কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে ২ আগস্ট তিনি ছাড়া পান বলে অনেকেরই দাবি। এই মামলায় ধৃত আট জনকে ২০১৭ সালে আলিপুরের অতিরিক্ত দায়রা বিচারক যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্তরা জেল থেকে ওই রায়ের বিরুদ্ধে আবেদন করে।উল্লেখ্য, এই আসামিদের একাংশ পাকিস্তানি হলেও মুক্তিপ্রাপ্ত আখতার হোসেন হরিয়ানার বাসিন্দা বলে জানা গিয়েছে।২০০১ সালে খাদিম কর্তা অপহরণের ঘটনাটি ঘটে। সেই ঘটনায় প্রথম গ্রেফতার হয় আফতাব আনসারি। বর্তমানে যাবজ্জীবন জেলে রয়েছে সে। সেই অপহরণ মামলাতেই এরপর ২০১২ সালে নূর মহম্মদ, জালালউদ্দিন মোল্লা, মিজানুর রহমান, মজ্জামাল শেখ, আখতার হোসেন, ঈশক আহমেদ, আরশাদ খান, তারিক মাহমুদ ওরফে নঈম গ্রেফতার হয়। এদের মধ্যে ৪ জন পাকিস্তানের। আলিপুর কোর্টের নির্দেশে ২০১৭ সালে ধৃতদের সবার যাবজ্জীবন কারাদণ্ড হয়।২০০১ সালে তিলজলার সিএনরায় রোড থেকে খাদিম কর্তা পার্থ রায়বর্মণকে অপহরণ করা হয়েছিল। তদন্তে নেমে এই ঘটনার পিছনে সিআইডি একটি আন্তর্জাতিক অপরাধচক্রের হদিশ পায়।