সাধন মন্ডল,
সারা দেশের সাথে বাঁকুড়া জেলাতে ও যথাযোগ্য মর্যাদায় শ্রী শ্রী সারদা দেবীর 169 তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ।এই উপলক্ষে খাতড়া ব্লকের কেলাতি শ্রীরামকৃষ্ণ শিবানন্দ আশ্রমে পুজোপাঠ হোম যজ্ঞ ,মায়ের জীবনী নিয়ে আলোচনা ও ভক্তদের প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হল ।এছাড়া আশ্রমের অধ্যক্ষ রাঘবানন্দ জি মহারাজ আ শ্রমিক অধ্যাপক সুদর্শন চক্রবর্তীর লেখা শ্রী শ্রী সারদা মায়ের উপর একটি বইয়ের প্রকাশ ঘটান ।উপস্থিত ছিলেন অধ্যাপক সুদর্শন চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী শিক্ষক মানস মহান্তি সহ বিশিষ্ট মানুষজন। দুপুরে কয়েকশো ভক্ত প্রসাদ গ্রহণ করেন।