খয়রাসোল চক্রের ৩৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বীরভূমের খয়রাশোল থানার ভাগাবাঁধ স্কুল মাঠে খয়রাশোল চক্রের প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্র সমুহের ৩৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৪ অনুষ্ঠিত হয় শনিবার। উচ্চ লম্ফন,দীর্ঘ লম্ফন,আলুদৌড়,যোগাসন,জিমনাস্টিক, ২০০ মিটার দৌড় সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার হিসাবে কাঁসার থালা তুলে দেওয়া হয়।জানা যায় যে,খয়রাসোল চক্রের প্রতিযোগিতায় পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে দেড় শতাধিক ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়।খেলার আসরে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন্দু গাঙ্গুলী,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্ত গোস্বামী,খয়রাশোল থানার ও সি তপাই বিশ্বাস,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর,অবর বিদ্যালয় পরিদর্শক (পাঁচড়া) আশিষ মাহাতো,খয়রাশোল শিক্ষা চক্রের ক্রীড়া সম্পাদক প্রদীপ মন্ডল,সমাজসেবী সৌগত মুখার্জী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।