খয়রাসোলের গোষ্ঠ মেলায় বিজেপির বুক স্টলের উদ্বোধন

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- মঙ্গলবার বীরভূম জেলার সাংগঠনিক জেলার অন্তর্গত, খয়রাশোলে বলরাম প্রভুর পবিত্র মাটিতে শ্রী শ্রী বলরাম প্রভুর গোচারণ যাত্রাকে কেন্দ্র করে সু প্রাচীনকাল থেকে প্রচলিত “গোষ্ঠ মেলা” অনুষ্ঠিত হয়।আজ ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে গোষ্ঠ মেলার শুভসূচনা হয়। মেলায় নাগরদোলা,মনিহারি দোকান,তেলেভাজা সহ বিভিন্ন খাবার দোকান এমনকি কাঠের সাজসরঞ্জামের দোকান,কলকাতার র
যাত্রাপালা এসব নিয়ে মেলা জমজমাট।পাশাপাশি বীরভুম সাংগঠনিক জেলার গোষ্ঠ মেলা উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির দুবরাজপুর বিধানসভার উদ্যোগে একটি বুক স্টলর উদ্বোধন করা হয় এদিন। বুক স্টলটির শুভ উদ্বোধন করেন ভারতীয় জনতা পার্টির বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী । এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির খয়রাশোল ব্লকের কনভেনার
মন্ত্রী রাম ঘোষ, দুবরাজপুর ZP-1 মন্ডলের সভাপতি গণেশ ঘোষ , দুবরাজপুর ZP-2 মন্ডলের সভাপতি রথিলাল সিংহ সহ ভারতীয় জনতা পার্টির দুবরাজপুর বিধানসভার বিভিন্ন স্তরের কার্যকর্তা এবং কর্মীবৃন্দ।

Leave a Reply