খয়রাশোল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর নিকট আশা কর্মীদের ডেপুটেশন
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের খয়রাশোল ব্লক কমিটির পক্ষ থেকে কয়েক দফা দাবির ভিত্তিতে শনিবার খয়রাশোল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী আশা কর্মীদের ফিল্ডের কাজের সুবিধার্থে মোবাইল ফোন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই প্রেক্ষিতে আশা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার করে টাকাও প্রদান করা হয়েছে। সাথে মুখ্যমন্ত্রী প্রেরিত আশা কর্মীদের শুভেচ্ছা বার্তা ও প্রদান করা হয়েছে। যদিও ইউনিয়নের দাবি দীর্ঘদিন ধরে আমরা মোবাইলের জন্য ন্যূনতম ১৫০০০ টাকা দাবি করেছিলাম। এরপরেও মোবাইল কেনার শর্তসাপেক্ষা নিয়ে নানারকম বিভ্রান্ত দেখা দেয়। সেই প্রেক্ষিতে খয়রাশোল ব্লকের আশা কর্মীরা মোবাইল ফোন নিয়ে বিভ্রান্তি দূরীকরণের জন্য ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট আলোচনায় বসেন।পাশাপাশি তাদের অন্যান্য দাবি সমূহের মধ্যে ছিল অবিলম্বে ফিক্সড ভাতা বৃদ্ধি করতে হবে। ফোন খারাপ হলে সারানোর খরচ সরকারকে দিতে হবে। ফোন সারাই করার অযোগ্য হলে পুনরায় তা সরবরাহ করতে হবে। বাজার মূল্য অনুযায়ী রিচার্জের টাকা দিতে হবে ইত্যাদি দাবি সম্বলিতর প্রেক্ষিতে স্মারকলিপি প্রদান করা হয় ইউনিয়নের পক্ষ থেকে। একান্ত সাক্ষাৎকারে খয়রাসোল ব্লক আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে কল্যাণী মুখার্জী তাদের দাবি সমূহের কথা ব্যাক্ত করেন। পাশাপাশি খয়রাসোল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈয়দ সঞ্জয় হোসেন আশা কর্মীদের দাবি দাওয়ার কথা জানান। সেই সাথে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আশা কর্মীদের দাবি সম্বলিত স্মারকলিপি পাঠিয়ে দেওয়া হবে জানিয়েছেন।
