খয়রাশোল থানা ও রেল পুলিশের বিশেষ তল্লাশি অভিযান
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- রাত পোহালেই ২৬ শে জানুয়ারী,ভারতের প্রজাতন্ত্র দিবস । সেই উপলক্ষে সকাল থেকে সমগ্র দেশজুড়ে সরকারি বেসরকারি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানান কর্মসূচির মাধ্যমে পালিত হয় দিনটি। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এলাকায় নাশকতা মূলক ঘটনা এড়াতে এবং আগাম সতর্কতা অবলম্বন হিসেবে খয়রাশোল থানার উদ্যোগে এলাকা ব্যাপী বিশেষ অভিযান চালানো হয় বৃহস্পতিবার। এদিন খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাসের নেতৃত্বে স্থানীয় থানার পুলিশ, সিউড়ী জি আর পি থানার ওসি সহ অন্ডাল আর পি এফ কর্মীদের নিয়ে খয়রাশোল থানা এলাকার মধ্যে অবস্থিত পাঁচড়া ও ভীমগড় রেলস্টেশন এবং সংলগ্ন এলাকা জুড়ে বিশেষ অভিযান চালান।সেই সাথে ভীমগড় রেলস্টেশন থেকে পাঁচড়া রেল স্টেশন পর্যন্ত রেলওয়ে ট্র্যাকেও তল্লাশি অভিযান চালানো হয় বলে সূত্রের খবর।উল্লেখ্য একদা ভীমগড় এলাকায় ফোনের টাওয়ার উড়িয়ে দেয় মাওবাদীরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে।এমন নাশকতার নজির রয়েছে খয়রাশোল এলাকায়।