কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টে দ্রুত শুনানি চায় রাজ্য
মোল্লা জসিমউদ্দিন ,
ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে রাজ্য। যার শুনানি এখনো অবধি হয়নি।তবে এবার কয়লা পাচার মামলায় সিবিআইয়ের অতিসক্রিয়তা নিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হলো রাজ্য। কয়লা পাচার তদন্তে সিবিআই বাড়াবাড়ি করছে এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানি চেয়েছে রাজ্য।রাজ্যের কোন অনুমতি না নিয়ে সিবিআই রাজ্যের বিভিন্ন প্রান্তে খেয়ালখুশি তদন্ত চালাচ্ছে বলে অভিযোগ। যদিও গরু ও কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত বিনয় মিশ্রের এক মামলায় সিবিআই কে তদন্তে মুক্তহস্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেখানেও রাজ্যের অনুমতি আবশ্যিক বলে দাবি রাখা হয়েছিল।আইনজীবীদের বড় অংশ জানাচ্ছেন – ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রাজ্য কে অবগত করে তদন্ত চালাবে, তার জন্য রাজ্যের অনুমতি আবশ্যিক নয়’। ইতিমধ্যেই কয়লা পাচার মামলায় আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বাঁকুড়ার এক আইসি সহ বেশ কয়েকজন কে গ্রেপ্তার করেছে।পাশাপাশি হেভিওয়েট কয়েকজন কে দিল্লিতে তদন্তের জন্য তলব করেছে। যদিও তাঁরা দিল্লি যেতে পারবেন না বলে জানিয়েছেন। এই আবহে সুপ্রিম কোর্টের দারস্থ হলো রাজ্য।