প্রাক্তন কাউন্সিলার উন্নয়ন মূলক কাজ করেনি তাই নির্বাচনের প্রচার এ ক্ষোভের মুখে আসানসোলের 16নম্বর ওয়ার্ডের তৃর্ণমূল কংগ্রেস প্রাথী মুনমুন মুখার্জী

কাজল মিত্র :-আসানসোল পৌরনির্বাচন তৃণমূলের 16নম্বর ওয়ার্ডের প্রার্থী মুনমুন মুখার্জী নির্বাচনী প্রচার করার সময় চলবলপুর বাউরিপাড়া তে উন্নয়ন হয়নি বলে ক্ষোভের মুখে পড়তে হয়।আর সেইছবি সোসাল মিডিয়া তে ভাইরাল হয়। তার পরিপেক্ষিতে ঐ বিক্ষোভে থাকা মহিলা কবিতাবাউরি নামে বলে যানা গেছে ।তার পরেই কবিতা বাউরি নামে মহিলা চলবলপুর বাউরি পাড়ার বাসিন্দা সংবাদ মাধ্যম কে জানান যে পাড়াতে উন্নয়ন হয়নি তাই প্রাক্তন কাউন্সিলার সুমিত্রা বাউরি নামে ক্ষোভ ছিল কারণ মুনমুন মুখার্জি তৃর্ণমূল প্রার্থী।আর প্রাক্তন কাউন্সিলার তৃর্ণমূল হয়ে জয়ী হয়েছিল কিন্তু উন্নয়ন কাজ হয়নি তাই তারা ক্ষোভের মধ্যে এইবারের তৃর্ণমূল কংগ্রেসের প্রাথী মুনমুন মুখার্জী প্রচার করতে পাড়ায় এলে ক্ষোভের মধ্যে পড়তে হয়েছিল ।তবে এইবার আমাদের বিশ্বাস আছে ভরসা আছে যে আগামীদিনে তৃর্ণমূল প্রার্থী হয়ে মুনমুন মুখার্জী নির্বাচনে জয়লাভ করলে গ্রামের কন্যা এলাকার উন্নয়ন হবে এবারে মুনমুন মুখার্জীর উপর আসা আছে কারণ গ্রামের কন্যা এবং তারবাবা কুলটিরপ্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমানে পশ্চিমবর্ধমান জেলা তৃণমূল সহ সভাপতি মহেশ্বর মুখার্জী তার ওপরেও ভরসা আছে বলে যানান।এই বিষয়ে ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রাথী মুনমুন মুখার্জী বলেন যে আমি নির্বাচনের প্রচারে চলবলপুর বাউরি পাড়া এলাকায় গেছিলাম সেখানে তাঁদের ক্ষোভ ছিল যে সেখানে নাকি উন্নয়ন হয়নি কারন প্রাক্তন কাউন্সিলার সুমিত্রা বাউরি তৃর্ণমূলের হয়ে বিগত পৌরনির্বাচনে জয়লাভ করে সেখানে কোনো উন্নয়ন মূলক কাজ করেনি। প্রাক্তন কাউন্সিলার তৃণমূলের দলের থেকে জয়ী হয়েছিল তাই ক্ষোভটা আমাদের শুনতে হয় কারণ আমি তৃণমূলের হয়ে নির্বাচনের প্রচার এ গেছিলাম ।তবে প্রার্থী মুনমুন মুখার্জী বলেন যে আমি এই গ্রামেরই মেয়ে ছোট থেকে এখানেই বড়ো হয়েছি তাই আমাকে গ্রামের মানুষেরা ভালোবাসে বিক্ষোভটা আমার প্রতি ছিলোনা প্রাক্তন কাউন্সিলার সুমিত্রা বাউরির উপর ছিল সেই ক্ষোভ দূরীকরণ করতে আমি সক্ষম হয়েছি।এবং তারাও খুশি হয়েছে যে তৃর্ণমুলকংগ্রেস থেকে গ্রামের মেয়েকে প্রাথী করা হয়েছে বলে।কারণ বাবা মহেশ্বর মুখার্জী যিনি প্রাক্তন কুলটি ব্লক তৃর্ণমুল কংগ্রেস সভাপতি তথা বর্তমান পশ্চিমবর্ধমান জেলাতৃর্ণমূল কংগ্রেস সহ সভাপতি মানুষদের পাশে সবসময় পাশে ছিল সহযোগিতা করেছে তাই তার কন্যার উপর ভরসা করতে পেরেছেন গ্রামের মানুষ ।এখন তাঁদের কে নিয়ে নির্বাচনের প্রচার করছি তাঁদের একটাই বক্তব্য যে তুমি নির্বাচনে জয়ী হয়ে এসো তুমি জয়ী হলেই উন্নয়ন এর কাজ হবে।এই বিষয়ে 16নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সুমিত্রাবাউরি কে নিয়ে উন্নয়নমূলক কাজের ক্ষোভের নিয়ে বলেন যে কতটা কাজ করেছি কি না মানুষ জানে যারা এই বিষয়ে বলছে তাঁদের জোর করে বলানো হচ্ছে বলে তিনি জানান।

Leave a Reply