আমিরুল ইসলাম,


মঙ্গলকোটের ক্ষীরগ্রামে আজ মডেল দুয়ারে সরকারের ক্যাম্পের শুভ সূচনা করলেন বিধায়ক অপূর্ব চৌধুরী।

বর্তমানে রাজ্য সরকারের নির্দেশ মতো চতুর্থ পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে রাজ্য জুড়ে।
সেইরূপ আজ মঙ্গলকোটের ক্ষীরগ্রাম এ অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকারের মডেল ক্যাম্প। এই ক্যাম্পটি হয় যবগ্রাম হাইস্কুলে।

এখানে ক্যাম্পের শুভ সূচনা করেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন মঙ্গলকোট যুগ্মব্ল ক আধিকারিক, মঙ্গলকোট থানার আই,সি পিন্টু মুখার্জি, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি , এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা।

আজ এই মডেল দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষকে তাদের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা দেয়া হয়।

যেমন রেশন কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড, সামাজিক সুরক্ষা কার্ড তুলে দেন এই ক্যাম্প থেকে বিধায়ক অপূর্ব চৌধুরী।

সাধারণ মানুষ এই ধরনে ক্যাম্পে এসে বর্তমান সরকারের প্রশংসা করেন।

Leave a Reply