Spread the love

ক্লাবের উদ্যোগে রক্তদান, দেহ দান, স্বাস্থ্য পরীক্ষা ও শীতবস্ত্র প্রদান

সেখ সামসুদ্দিন, ১৫ ডিসেম্বরঃ পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত নবগ্রামে নব তরুণ সংঘ সারা বছরই বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে এগিয়ে আসে। প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও আজ তারা একটি বড় রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবিরকে সামনে রেখে একগুচ্ছ মানবিক উদ্যোগ দেখা গেল একই মঞ্চ থেকে। নব তরুণ সংঘের পরিচালনা ও শিব শংকরের সেবা সমিতি ও ক্যামরী ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিন একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে। প্রায় ১৫০ জন রক্তদাতা রক্ত দান করেন। এরই সাথে নব তরুণ সংঘের পক্ষ থেকে এলাকার ১৩০ জন দুঃস্থ ব্যক্তিদের হাতে শীতের কম্বল ও মশারি তুলে দেওয়া হয়। আজকের এই কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল চারজন ব্যক্তি তাদের মরণোত্তর দেহ দানের অঙ্গীকারবদ্ধ হন। তাঁদের হাত ধরে মঞ্চে নিয়ে আসেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। আজ এই সংঘের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন এই সংঘের পক্ষ থেকে স্থানীয় স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য দুটি পাখা প্রদান করা হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, প্রাক্তন বিধায়ক সমর হাজরা, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান, বিশিষ্ট সমাজসেবী সুকৃতি ঘোষাল সহ নবগ্রাম পুলিন বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন প্রধান শিক্ষক সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাবের সমস্ত সদস্য এবং সাধারণ মানুষ। বিধায়ক আজকের এই মহৎ কার্যের জন্য নব তরুণ সংঘকে ধন্যবাদ জানান। মেহেমুদ খান বলেন এই ক্লাব বছরের বিভিন্ন সময় নানা কাজ করে থাকেন। আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজন করার জন্য নব তরুণ সংঘকে ধন্যবাদ জানান। আগত সমস্ত অতিথিরা নব তরুণ সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *