ক্রিস্টাল মডেল স্কুলের উদ্যোগে বিজ্ঞান প্রদর্শনী
সেখ সামসুদ্দিন, ১২ জানুয়ারিঃ মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের উদ্যোগে বিজ্ঞান প্রদর্শনের আয়োজন করা হয়। এই প্রদর্শনীতে ক্রিস্টাল মডেল স্কুল ছাড়াও বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। এখানে প্রদর্শনী ছাড়াও বিজ্ঞানভিত্তিক বিতর্ক, সেমিনার ও কোডিং প্রতিযোগিতা ইত্যাদি আয়োজিত হয়। দুই দিনের এই প্রদর্শনী শেষে ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হবে বলে জানান বিদ্যালয়ের অধ্যক্ষ। অধ্যক্ষ আরো জানান এই প্রদর্শনী করার উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের মধ্যে বিজ্ঞানের চেতনা বাড়াতে উৎসাহিত করা। এখানে যেমন বিষবৃক্ষের মাধ্যমে ইলেকট্রিক বা ইলেকট্রনিক বর্জ্যের যে অপকারিতা তুলে ধরা হয়েছে তেমনি পরিবেশ, জল দূষণ, বায়ুদূষণ, কৃষিতে সার ও জলের ব্যবহার, জৈব সার, সোলার বিদ্যুৎ ইত্যাদি বিষয়েও ছাত্র-ছাত্রীরা তাদের মডেল প্রদর্শন করে প্রতিভার পরিচয় রেখেছে। বিদ্যালয়ে এক শিক্ষক জানান এই প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য অনলাইন ও অফলাইন মাধ্যমে বাংলার সকল স্কুলের কাছে বার্তা দেওয়ার পর রাজ্যের বিভিন্ন স্কুল থেকে অনলাইনে বা অফলাইনে এই প্রদর্শনীতে যোগদান করেছে।