আমিরুল ইসলাম,
ভাতারের আমারুণ বাসস্ট্যান্ডে একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো ট্রাক্টরের পিছনে আহত 5।
পূর্ব বর্ধমান জেলার ভাতার আমারুণ বাসস্ট্যান্ডে সাতসকালে পথ দুর্ঘটনায় আহত হল 5 ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা যায় একটি যাত্রীবোঝাই বাস কাটোয়া থেকে বর্ধমান অভিযোগে যাচ্ছিল। সেই সময়ই আমারুন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকটারের পেছনের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটি ।বাসে থাকা পাঁচ জন যাত্রী আহত হন। তাদেরকে প্রথমে ভাতার হসপিটাল পরে বর্ধমান মেডিকেল কলেজ পাঠানো হয়েছে ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ বাহিনী ।বাসটিকে আটক করা হয়েছে।