ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া ও পিকনিক

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া ও পিকনিক হয়ে গেল। ৫ জানুয়ারি রবিবার, কলকাতার ‘অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট’ এর মাঠে মিলিত হয়েছিল সংস্থার সদস্য ও তাঁদের পরিবারের লোকজন।
ক্রীড়া প্রতিযোগিতায় একদম ক্ষুদে থেকে শুরু করে পঞ্চাশোর্ধ্ব প্রবীণদের জন্য ছিল বিভিন্ন ইভেন্ট। দৌড়, চামচ – গুলি, ব্যালেন্স রেস, কিক দ্য বল, হিট দ্য উইকেট ইত্যাদি মোট তেরোটা ইভেন্টে প্রায় ১২০ জন প্রতিযোগী অংশ নেয়।‌
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রশাসক বাবুন ব্যানার্জী, প্রাক্তন ফুটবলার অর্জুন শান্তি মল্লিক, প্রাক্তন কবাডি খেলোয়াড় অভিজিৎ পালিত, ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের সভাপতি প্রান্তিক সেন, সম্পাদক ইমন কল্যাণ সেন,লেখক ও সাংবাদিক শম্ভু সেন,ট্রেজারার সাধনা দাস বোস,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অভিজিৎ ভট্টাচার্য ও সঞ্জয় হাজরা।
ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের লোকজন মিলিয়ে এদিন প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন।

Leave a Reply