ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে এবং সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে-ডো এসোসিয়েশন অফ বেঙ্গল এর পরিচালনায় “ওয়েস্ট বেঙ্গল সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫” গত ৫ই ও ৬ই এপ্রিল, ২০২৫ তারিখে হাওড়ার আলামোহন দাস ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল। রাজ্যের প্রায় দেড়হাজার ক্যারাটেকা এখানে অংশগ্রহণ করে। পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে-ডো এসোসিয়েশনের সচিব সেনসেই দেবনীল মন্ডল জানান, “পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ২৫ জন অংশগ্রহণ করে এবং তারা মোট ৪০ টি পদক (১৪ সোনা, ৫ রুপো ও ২১ ব্রোন্জ) জয়লাভ করে। উল্লেখযোগ্যভাবে, মেঘনা রয়, অয়নতিকা সাহা, বৈদ্যুতি মন্ডল, শ্রেয়সী ঘোষ, রিয়ানা মল্লিক, পৌলমি মজুমদার, মেঘা পাল, মনীষা লাহা, সুদীপ্তা ঘোষ আহির, আয়ুষ পোদ্দার, সাকিব আঞ্জুম শেখ ও শেখ মোহব্বত, সোহান মুখার্জ্জী ও সৌগত সিংহ প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স প্রদর্শন করে।”
পূর্ব বর্ধমান থেকে এই প্রতিযোগিতায় রেনসি দেবাশীষ কুমার মন্ডল ও সেনসেই ইতু ব্যানার্জ্জী বিচারক হিসেবে এবং সেনসেই অমিত পোদ্দার কোচ হিসেবে যোগদান করেছিল।
জেলা ক্যারাটে খেলোয়াড়দের এই সাফল্যের খবরে সকলে খুব খুশি ও আনন্দিত।
