ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুল দান
সেখ সামসুদ্দিন, মেমারি, ২৪ নভেম্বরঃ পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের বাসিন্দা সুনন্দা মালাকার দে ক্যান্সারে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন । মেমারি শহরের স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াস এডুকেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গল সংস্থায় এই চুল দান করা হয় বলে জানা যায়। পেশায় একটি বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের সহ অধ্যাপিকা সুনন্দা মালাকার দে -এর প্রতিক্রিয়ায় জানান, ‘মানুষের ভালো করবো, চুল কেটে দান করলে তাতে কে কি বলবে সেটা ভেবে লাভ কি? বাড়িতে কাছ থেকে দেখেছেন একজন ক্যান্সার রুগীর কষ্ট। বাড়ি থেকে আয়না ফেলে দিতে পারলে হয়। অন্তত সেই কষ্ট আয়নায় ভেসে উঠবে না।’ সেই কারণে বুধবার সন্ধ্যায় ক্যান্সার আক্রান্ত রুগীদের জন্য চুল দান করেন সুনন্দা মালাকার দে। মেমারি প্রয়াস এডুকেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে দীপ্ত পাল জানান, ‘সুনন্দা মালাকার আমাদের রাজকন্যা। প্রয়াস ক্যান্সার আক্রান্ত রুগীদের জন্য এই চুল দান কর্মসূচী বিগতদিনেও করেছে তারা।’ যদি কেউ এব্যপারে আগ্রহী হতে চায় তাহলে সংস্থা অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।