Spread the love

কোটালঘোষ গ্রামে সাড়ম্বরে জন্মাষ্টমী পালন

সেখ রাজু

শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কোটালঘোষ গ্রামে কোটালঘোষ রঘুনাথ সংঘের আয়োজনে সকল গ্রামবাসীদের সহযোগিতায় সাড়ম্বরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয় । বিগত ১৭ বছর ধরে আয়োজিত তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন অধিবাস দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, সারাদিন ব্যাপী হরিনাম সংকীর্তন ও দ্বিতীয় দিন শ্রীকৃষ্ণের নাম যপ হরিনাম সংকীর্তন, ভক্তসেবা দিয়ে অনুষ্ঠান অতিবাহিত হয় তৃতীয় দিন অর্থাৎ অনুষ্ঠানের শেষ দিনে চৈতন্য মহাপ্রভুর আদর্শ নিয়ে জন্মাষ্টমী উপলক্ষ্যে কয়েক হাজার ভক্তদের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হয় ।

উল্লেখ্য কোটালঘোষ নারকেল বাগান রঘুনাথতলায় দীর্ঘ ৫০ বছর আগে পুরাতন জীর্ণ মন্দিরে হঠাৎ করে আলোর দিশা দেখতে পায় গ্রামবাসীরা । তারপরেই কৌতূহলবশত মন্দির সংলগ্ন এলাকায় খোড়াখুরি করতেই বিভিন্ন ধর্মীয় জিনিসপত্র সকলের নজর আসে । সেই থেকেই অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তনের আয়োজন শুরু হয় । শুধুমাত্র জন্মাষ্টমী নয় প্রতিদিনের নিত্য সেবার আয়োজন করে থাকে গ্রামবাসীরা ।

বিশ্বনাথ মাঝি, লালটু মাঝি, প্রভাত ঘড়ুই, মানব সিং, ষষ্ঠী মাঝি সহ অন্যান্য গ্রামবাসীরা জানান, প্রতিবছরই ভিক্ষার অনুদান নিয়ে সকলে জনসেবায় লিপ্ত হয় । গ্রাম সহ ভিন্ন গ্রামের অগণিত ভক্তদের ঢলে সমগ্র কোটালঘোষ মুখরিত হয়ে ওঠে । বিভিন্ন ধর্মীয় নাম সংকীর্তনের দল মানব সেবার কথা তাদের কীর্তনের মাধ্যমে পরিবেশন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *