কৈচর পুলিশের তৎপরতায় নাবালিকা উদ্ধার
সেখ রাজু
সোমবার দুপুরে এক নাবালিকাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার কৈচর পুলিশ ফাঁড়ির আইসি শেখ শরিফুল ।কয়েক দিন আগে মায়ের সঙ্গে বকাবকি করে শক্তিগড়ের বসতপুরের এক নাবালিকা গত রবিবার বাড়ি থেকে চলে আসে । বাড়ির লোকজন জানতে পারে তাদের মেয়ে মঙ্গলকোট এলাকায় আছে । তড়িঘড়ি পরিবারের লোকজন মঙ্গলকোট থানা এবং কৈচর পুলিশ ফাঁড়ির আধিকারিকদের কাছে দ্বারস্থ হন । কৈচর পুলিশ ফাঁড়ির আইসি শেখ শরিফুল বাবুর উদ্যোগে কৈচর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে এদিন পরিবার হাতে তুলে দেওয়া হয় । হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেয়ে খুশি পরিবারের লোকজন । তারা জানান- ” খুব দ্রুততার সঙ্গে আমার মেয়েকে খুঁজে দিয়েছে কৈচর পুলিশ ফাঁড়ির আইসি শেখ শরিফুল বাবু । মেয়েকে কাছে পেয়ে খুব খুশি । পুলিশের এরূপ তৎপরতাকে সাধুবাদ জানাই” ।