সঞ্জয় হালদার,
ভারতীয় সংবিধানের 71 তম সংবিধান দিবস পালন করল অল ইন্ডিয়া sc.st.obc সমন্বয় মঞ্চ ।26 শে নভেম্বর মেদিনীপুরের কেশিয়াড়ী বিমলেশ্বর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ।যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ।ভারতের সংবিধান প্রণেতা ডক্টর ভিম রাও আম্বেদকর ছবি সম্বলিত ফ্লেক্স ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপস্থিত অতিথিবৃন্দও মানুষজন। কেশিয়াড়ি বাজার পরিক্রমা করে কেশিয়াড়ি বিমলেশ্বর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসে শোভাযাত্রা শেষ হয়। সেখানে আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করেন অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সংবিধান নিয়ে ও সংবিধানের প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে বিশদ আলোচনা হয়সম্মেলন মঞ্চে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন বিধায়ক বিশিষ্ট সমাজসেবী ঝাড়খন্ড রত্ন সূর্য্য সিং বেশরা ,কার্তিক চন্দ্র হাঁসদা, বিষ্ণুপদ সরেন,গোপাল পাল, ভরত সরেন ,sc.st.obc সমন্বয় মঞ্চের কো-অডিনেটর ধনঞ্জয় মুর্মু প্রমূখ। এদিনের সম্মেলন মঞ্চে বেশ কয়েকটি দাবি নিয়ে আলোচিত হয় যেখানে অল চিকিমাধ্যমে পাঠ চলবে সেখানে অলচিকি পাঠদানের সাথে সাথে বাংলা মাধ্যম পাঠদান থাকা বাঞ্ছনীয়, আদিবাসীদের কুড়ি শতাংশ হাসান সংরক্ষণ করতে হবে ইত্যাদি।