কেমন হতো
মুনমুন মুখার্জ্জী
নেতাজি যদি নেতাজি না হয়ে
হতেন সুভাষ বোস–
তিনি তবে তো অচেনাই থাকতেন,
হত না হারানোর আফসোস।
সন্তান ছিলেন সম্ভ্রান্ত পরিবারের
অভাব ছিল না কিছু–
প্রতিবাদের ভুত ঢুকল মাথায়
ছাড়লেন নিজের সবকিছু।
যদি সংসার ধর্ম পালন করতেন
থাকতেন তিনি সুখে,
ইংরেজ সরকারের কৃপাও পেতেন
রাজভোগ উঠত মুখে।
দেশের জন্যই সংগ্রাম করেছেন
কত পথে কতভাবে–
তাইতো তিনি স্মরণীয় বরণীয়
ভারতবাসীর অনুভবে।
কেমন হতো সুভাষচন্দ্র বসু যদি
নেতাজি না হতেন–
কেমন হতো দেশনায়কেরা যদি
দেশের জন্য না ভাবতেন–
কেমন হবে পুলিশ, সৈনিক সবাই
যদি নিজের কথাই ভাবেন–
দেশ ও দশের উপর বিপদ এলে
আমাদের কারা আগলাতেন?
তাই সংগ্রাম হল জীবনের অঙ্গ
বিপদ জিয়ণকাঠি;
সংগ্রাম যদি না থাকে জীবনে
জীবন হবে না পরিপাটি।