কেন্দ্রীয় মন্ত্রী গ্রেপ্তারে মান্যতা আদালতের
মোল্লা জসিমউদ্দিন ,
গ্রেপ্তারই ন্যায্য, কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে কে সর্তক করলো আদালত। পাশাপাশি এও জানিয়েছে আদালত – কেন্দ্রীয় মন্ত্রী কে পুলিশি হেফাজতে নেওয়ার দরকার নেই।মহারাষ্ট্র রাজ্যের রায়গড় আদালত জানায় – ‘ একই অপরাধ তিনি যেন বারবার না করেন ‘। আগামী ২ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রী কে নাসিক পুলিশ অফিসারের কাছে হাজিরা দিতে হবে। মহারাষ্ট্র এর মুখ্যমন্ত্রী উদ্বব ঠাকরে কে চড় মারা উচিত বলে মন্তব্য করেন এই কেন্দ্রীয় মন্ত্রী। যা নিয়ে রাস্তায় শিবসেনা বনাম বিজেপি কর্মী সমর্থকদের মারপিট পর্যন্ত লেগে যায়। এই পরিস্থিতিতে নাসিক পুলিশ গ্রেপ্তার করে কেন্দ্রীয় মন্ত্রী কে।৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায়।পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর তরফে কোন নোটিশ ছাড়াই গ্রেপ্তার কেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়।তবে আদালত ১৫ হাজার টাকার বন্ডে থানা হাজিরার শর্তে জামিন মঞ্জুর করে থাকে।