কেদারনাথ ধাম স্বপন বাউলের গান আনন্দ মুখর করে তুললো।। নিজস্ব সংবাদদাতা—– কেদার নাথ ধাম দর্শন করার জন্য দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত বৃন্দ আসে। অনেক ব্যায়বহুল এই সফর , সকলের পক্ষে আর্থিক সহায়তা না থাকার জন্য অনেকেই যাবার ইচ্ছা থাকলেও যেতে পারে না। তবে কেদার নাথ বাবার এমনই মহিমা যাকে বাবা টানাবেন সেই ভক্ত ঠিকই শত বাধা অতিক্রম করে বাবার ধামে পৌঁছে যায় । এমনই এক মিরাকেল ঘটনা ঘটলো রাষ্ট্রপতির প্রশংসিত শিল্পী পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউলের জীবনে । হটাৎ হরিদ্বার , কেদারনাথ ধাম , বদ্রিনাথ ধাম দর্শন ও গান গাইতে যাবার সুযোগ এলো। কিন্তূ স্বপন বাউলের আর্থিক অবস্থা খুবই খারাপ স্বপন বাউল বড়ই ভাবনায় পড়ে যান। এরই মধ্যে খবর আসে পুরীর রাজা মাননীয় গজ পতি মহারাজ দিব্য সিং দেব যিনি এর আগে স্বপন দত্ত বাউল কে সম্মান দিয়েছিলেন পুরীতে । সেই পুরীর রাজা এবং স্বপন দত্ত বাউল মহারাজের ভক্ত বৃন্দের আর্থিক সহায়তায় হরিদ্বার কেদারনাথ বদ্রি নাথ ধাম দর্শন ও গান গাওয়ার জন্য ডাক পেলেন । স্বপন বাউল বলছেন তার বক্তব্যে যে তারা মায়ের আশির্বাদ ও কেদার নাথ বদ্রি নাথ বাবার আমার মনের ইচ্ছা শুনেছেন তাই কেদার নাথ বদ্রি নাথ আসতে পেরেছি। স্বপন বাউল বলেন কেদার নাথ বাবার এমনই মহিমা মাহিত্য যে তিনি ভক্ত বৃন্দের মনের ইচ্ছা পূরণ করেন ,যেমন এই অধম ভক্ত স্বপন দত্ত বাউলের মনের ইচ্ছা পূরণ করে কেদার নাথ ধামে আসার সকল উপায় ও ব্যাবস্থা করে দিলেন বাবা নিজেই । কেদার নাথ ধামে এসে স্বপন বাউল তারনিজের লেখা ও সুরে গানে গানে বললেন।। শুধু ভজ নাম , কেদার নাথ , বদ্রি নাথের নাম। নামতেই সব হয় , নামতেই সব, নামের গুনে অমৃত হবে যে পান ।। তার মুল্য বান বক্তব্যে বলেন যে কেদার নাথ বাবা আমায় ডেকেছেন আশির্বাদ করেছেন তাই আমি কেদার নাথ ধামে আসতে পেরেছি । বাবার মহিমা ও মাহিত্য নিয়ে গান গাইতে পারলাম সকল বাবার ভক্ত বৃন্দের মনে আনন্দ দিতে পারলাম। তা ছাড়া আমি শান্তি সম্প্রীতি রক্ষায় বার্তা দেওয়ায় বাউল সকলেই জানেন তাই কেদার নাথ ধামে আমি দেশে বিদেশের শান্তি সম্প্রীতি রক্ষায় বার্তা দিলাম আগত দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত বৃন্দের মাঝে। স্বপন বাউল বলেন যে অনেকেই তার পরিচয় পত্র নিয়েছেন স্বপন বাউলের কাছ থেকে । অনেক বাংলা ভাষা ভাষীর মানুষ ও ছিলেন সকলেই নিঃসার্থ এই বাউল শিল্পীর পূর্ব বর্ধমান থেকে ছুটে এসে বাবর মহিমার কথা , ও নাম গান শুনে এবং দেশে বিদেশে শান্তি সম্প্রীতির বার্তা দেওয়া দেখে সকলেই মুকদ্ধ এবং তারা অনেকেই সাধুবাদ জানায়। এবং আরো একটা কথা স্বপন দত্ত বাউলের গানে খুশি হয়ে একঝাঁক সাধু সন্তরা স্বপন বাউলকে আশীর্বাদ করেছেন স্বপন বাউল বলেন রাষ্ট্রপতির দেওয়া একতারা বাজিয়ে গান গাইছি শুনে সাধু গুরুরাও আমাকে তাদের কাছে বসিয়ে আশীর্বাদ করেছেন এ আমার জীবনে এক অমুল্য জিনিষ পাওয়া বাবা কেদার নাথ ধামে । সবই বাবা কেদার নাথে মহেশ্বরের দেবাধিদেব ভোলানাথের আশীর্বাদ না পেলে স্বপন দত্ত বাউল কখনই কেদার নাথ ধামে এসে বাবার মহিমার কথা বলে বাবার নাম গান করতে পারতাম না।।