খায়রুল আনাম,

বীরভূম : বছর খানেক আগে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার কাঁটাডিহি গ্রামের বীণা বেগমের (২৪) বিয়ে হয় পাঁড়ুই থানার কেন্দ্রডাঙ্গাল গ্রামের শেখ গফুরের সঙ্গে। শনিবার বীণার বাপের বাড়ির লোকেদের জানানো হয় যে ৯ মাসের অন্তঃসত্ত্বা বীণা বাড়ির সিঁড়িতে পড়ে গিয়ে আহত হওয়ায় তাকে এনে ভর্তি করা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। বীণার মাসি রনিতা খাতুন জানান, তারা হাসপাতালে এসে দেখেন, বীণা মারা গিয়েছে। তার শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গিয়েছে। তার অভিযোগ, অন্তঃসত্ত্বা বীণা বাড়ির নীচের ঘরে থাকতো। তাকে বাড়ির তিনতলার ছাদ থেকে ফেলে খুন করা হয়েছে। তারা এই ঘটনার তদন্ত দাবি করেছেন।

Leave a Reply