আমিরুল ইসলাম,

জেলা অধিকারীক উত্তরা বিশ্বাসের নেতৃত্বে নেহরু যুব কেন্দ্র ও নামামী গঙ্গের পরিচালনায় ও নলিয়াপুর দেবদূত সঙ্ঘ্যের সহযোগীতায় কেতুগ্ৰাম ২ ব্লকে নদী উৎসব ২০২১ পালন করা হল। সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য ৭৫ জন প্রতিযোগী দ্বারা একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। নদী দূষণ ও জৈবিক ভারসাম্য বজায় রাখাই এর মূল উদ্দেশ্য ছিল। এছাড়াও একটি বিতর্ক সভার আয়োজন করা হয়। সেখানে শেখ সামশূদ্দীন ( জেলা সুস্বাস্থ্য ও পরিবেশ কম্যধখ্য), জেলা পরিযোজনা অধিকারীক নেহরু যুব কেন্দ্র প্রীতম মুখার্জী, বিকাশ বিশ্বাস ( গ্ৰাম প্রধান), মদন পাল (অঞ্চল সভাপতি) উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply