কৃষক তারা

শীতের সকাল
ব‍্যস্ত কেবল
মাথায় বোঝা
ছুটছে তারা
ট্রেনের তাড়া
শহর যেথা ‌
যাচ্ছে সেথা ।

যাত্রী ভীড়ে
হাঁপিয়ে ওঠে
তাদের জীবন
কষ্ট কেমন
শুধু বোঝা ?
দুঃখ ভরা ‌
সকাল বেলা
কৃষক তারা ।

সুবল সরদার
মগরাহাট
দক্ষিণ ২৪ পরগণা

তাং ২৩ ১২ ২০২১

Leave a Reply