সাধন মন্ডল,

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে সারেঙ্গা থানার পরিচালনায় আজ বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর পিরোলগাড়ী মোড়ে Reflecter Tape গাড়ি, বাইক, van সাইকেলের পেছনে লাগানো হল। রাতে যাতে কুয়াসার মধ্যেও তাদের দেখা যায় এবং দুর্ঘটনা এড়ানো যায়। এ ব্যাপারে সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য বলেন সেভ লাইফ সেভ ড্রাইভ প্রকল্পে বিভিন্নভাবে দুর্ঘটনা এড়ানোর সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে বা ঘন কুয়াশায় যাতে সামনের দিকে দেখতে পাওয়া যায় তার জন্য এইবিশেষ ধরনের স্টিকার লাগানো হচ্ছে আশা করি এর ফলে দুর্ঘটনা অনেকটা কমানো যাবে।

Leave a Reply