TMC প্রার্থীর জাতী প্রমাণ পত্র জাল,অভিযোগ কুলটি থানাতে কুলটি এরিয়া CPIM পার্টির,মানতে নারাজ TMC

কাজল মিত্র :-আসানসোল পৌর নিগমের কুলটি বোরো অন্তর্গত কুলটির 62 নম্বর ওয়ার্ডের তৃনমূল প্রার্থী ক্ষমা মন্ডলে বিরুদ্ধে ভূয়ো তথ্য দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগ অর্থ্যাৎ প্রার্থীর জাতী প্রমাণ পত্র জাল বা ভুল তথ্য দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে বৃহস্পতিবারে কুলটি থানায় অভিযোগ দায়ের করলেন সিপিএম পার্টির কুলটি এরিয়া কমিটির নেতৃত্ব তারপর সাংবাদিক সম্মেলনে সমস্ত তথ্য তারা সাংবাদিকদের হাতে তুলে দিলেন ।এতে উপস্থিত ছিলেন CPIM নেতা সুজিত ভট্টাচার্য্য , সাগর মুখার্জী , বিনোদ সিং সঙ্গে 62নং ওয়ার্ডের CPIM প্রার্থী স্নিগ্ধা মন্ডল সহ অনেকে । অপর দিকে এই বিষয়ে 62নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ক্ষমা মন্ডলের ভাশুর তথা এলাকার প্রাক্তন পার্ষদ সদাই মন্ডলের প্রতিক্রিয়া জাতী প্রমাণ পত্র মহকুমা শাসক করে দিয়েছে যা জানবার আমরা ওইখানে জনাব আমাদের সব ঠিক আছে ।

Leave a Reply