বড়দিনের সকালে দুনম্বর জাতীয় সড়কের লাইন হোটেলের পিছনে জঙ্গল থেকে ট্রাক চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কাজল মিত্র :- বড়োদিনের সকালে এক লরি চালকের ঝুঁলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।ঘটনাটি কুলটি থানার চৌরাঙ্গিফাঁড়ির অন্তর্গত দামাগড়িয়া ওভারব্রিজ সংলগ্ন বাইপাস দু নম্বর জাতীয় সড়কের এক লাইন হোটেলের পিছনে জঙ্গল থেকে।খবর পেয়ে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ পৌঁছে জঙ্গল থেকে ঝুঁলন্ত মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।ঘটনার তদন্তে পুলিশ

Leave a Reply