অনুষ্ঠিত হতে চলেছে কুমুদ সাহিত্যমেলা
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
মাঝে মাত্র কয়েকটি দিন। তারপরই পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মভিটে মঙ্গলকোটের কোগ্রামে অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় 'কুমুদ সাহিত্যমেলা'। প্রায় সারাদিন ধরে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম - রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট কবি-সাহিত্যিকদের সঙ্গে সঙ্গে স্হানীয় কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে গমগম করে উঠবে মেলা প্রাঙ্গন। সঙ্গে চলবে স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্যচর্চা। বিগত বছরের মত এবছরেও সমাজজীবনে বিশেষ অবদান রাখার জন্য সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্ট মানুষের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের হাতেও তুলে দেওয়া হবে মানপত্র ও স্মারক সম্মান। ইতিমধ্যে মেলা কমিটির পক্ষ থেকে ধীরে ধীরে প্রাপকদের নাম প্রকাশ করা শুরু হয়েছে। তালিকায় বিজ্ঞানী, সাহিত্যিক, উকিল, সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষের নামও থাকছে। বিগত বছরের মত এবছরেও অনেক মিডিয়া হাউস মেলার মিডিয়া পার্টনার হতে ইচ্ছে প্রকাশ করেছে।
মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন বললেন - আমরা ইতিমধ্যেই কুমুদ সাহিত্য মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছি। আশাকরি সবার উপস্থিতিতে এবারও সাহিত্য মেলা তার অতীত ঐতিহ্য ধরে রাখবে।