কুমুদ সাহিত্য মেলায় সবাই কে আমন্ত্রণ

পারিজাত মোল্লা,

প্রতিবছর ৩ রা মার্চ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটে ‘মধুকর’ প্রাঙ্গণে হয় কুমুদ সাহিত্য মেলা। একদিন ব্যাপি এই সাহিত্য মেলায় তিন শতাধিক কবি/সাহিত্যিক / সাংবাদিক /আইনজীবী সহ বিভিন্ন জগতের মানুষজন আসেন। শুধু কবির বাড়ি নয়, বৈষ্ণব কবি লোচনদাসের সমাধিস্থল, মঙ্গলচন্ডী মন্দির ( সতীপীঠ খ্যাত), নীললোহিত মন্দির সর্বপরি অজয় – কুনুর সঙ্গমস্থল আছে। কোন ডেলিকেট ফি লাগেনা।এবারের কুমুদ সাহিত্য মেলার দিন পড়ছে রোববার

Leave a Reply