কুড়িয়ে পাওয়া জরুরি কাগজপত্র ও টাকা সহ ব্যাগ ফিরিয়ে দৃষ্টান্ত স্থাপন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
পথে ঘাটে হামেশাই বিভিন্নজনের জিনিসপত্র হারিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। অনেক বিবেকবান ব্যাক্তি প্রকৃত মালিকের হাতে নির্দিধায় তুলে দেন। সেরূপ দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠরত খয়রাসোল ব্লকের নওপাড়া গ্রামের যুবক শেখ রামিজ বাড়ি আসার সময় বাসের মধ্যে একটা ব্যাগ কুড়িয়ে পায়। সঙ্গে সঙ্গেই স্থানীয় গ্রামের বাসিন্দা তথা নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেখ লুৎফর রহমান সহ গ্রামের সিভিক ভলান্টিয়ারদের বিষয়টি বলে রাখে। দিন কয়েক পেরিয়ে গেলেও কেউ কোনো সন্ধান না করায় শেষ পর্যন্ত ব্যাগ খুলে দেখে তার মধ্যে ভোটার কার্ড,আধার কার্ড সহ জরুরী কাগজপত্র ও দুই হাজার টাকা রয়েছে।আধার কার্ডের সূত্র ধরে যোগাযোগ করা হলে জানতে পারে উক্ত ব্যাগের প্রকৃত মালিকের নাম দীপঙ্কর গড়াই। বাড়ি বীরভূমের বাবুইজোড় সীমান্তবর্তী ঝাড়খণ্ডের কুন্ডহিত ব্লকের শিমুলকান্দি গ্রামে। কাকতালীয়ভাবে মিলে যায় ব্যাগ হারানো ছেলেটিও দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজের হোটেল ম্যানেজমেন্ট এর ছাত্র। পরবর্তীতে ফোন করে ব্যাগ সহ ব্যাগের মধ্যে থাকা সমস্ত জিনিসপত্র বুঝিয়ে ফেরত দেওয়া হয়। হাতে পাওয়া মাত্রই তার চোখে মুখে হাসির রেখা স্পষ্ট হয়ে ওঠে। সাথে সাথেই শেখ রামিজ সহ স্থানীয় গ্রামবাসী, সিভিক ভলান্টিয়ার, উপপ্রধান সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দীপঙ্কর। একান্ত সাক্ষাৎকারে নওপাড়া গ্রামের বাসিন্দা তথা নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ লুৎফর রহমান ব্যাগ কুড়িয়ে পাওয়া ও ফেরৎ দেওয়ার কথা এবং রামিজের মন মানসিকতার দৃষ্টান্ত উল্লেখ করেন।










