কিশোরীর উপর অ্যাসিড হামলায় নদীয়ায় দুই যুবকের দশ বছরের সশ্রম কারাদণ্ড
নিজস্ব প্রতিনিধি,
এক কিশোরীর উপর অ্যাসিড হামলায় দোষী সাব্যস্ত দুই যুবককে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালত। বিচারক সুস্মিতা গাইন ভারতীয় দণ্ডবিধির ৩২৬ ধারায় দোষী সাব্যস্ত করেছেন দু’জনকে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তের পরিবারকে এক লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন তিনি।আদালত সূত্রে প্রকাশ, নদিয়ার কালীগঞ্জ থানা এলাকায় ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর রাতে ঘটনাটি ঘটে। ঘুমন্ত অবস্থায় থাকা এক কিশোরীর উপর দুই বন্ধু মিলে অ্যাসিড হামলা চালান বলে অভিযোগ। অভিযোগ দায়ের হয় থানায়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তেরা আক্রান্ত কিশোরীর গ্রামেরই বাসিন্দা। তাঁদের মধ্যে ওয়াসিম মণ্ডল নামে এক যুবক ওই কিশোরীকে একাধিক বার প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। প্রতি বার প্রেমের প্রস্তাব নাকচ করে দেয় কিশোরী। পরে ওই যুবকের পরিবার থেকে বিয়ের প্রস্তাব যায় কিশোরীর বাড়িতে। সেটাও ফিরিয়ে দেওয়া হয়। সেই রোষেই ওই হামলা বলে অভিযোগ।ঘটনার রাতে ওয়াসিম তাঁর বন্ধু সাহেব মোল্লাকে সঙ্গে নিয়ে মেয়েটির বাড়িতে যান। মেয়েটি তখন বাড়ির বারান্দায় ঘুমোচ্ছিল। সাহেব বাড়ির বারান্দায় ঢুকে মুখ চেপে ধরেন কিশোরীর। ওয়াসিম তখন মেয়েটির শরীরে অ্যাসিড ঢেলে দেন। মেয়েটির চিৎকারে আশপাশ থেকে প্রতিবেশীরা ছুটে আসেন। তবে দুই অভিযুক্তই পালিয়ে গিয়েছিলেন।পরের দিন সকালে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার ৭ দিনের মধ্যে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। ২০২২ সালের জুলাই মাস থেকে সংশ্লিষ্ট মামলাটির শুনানি শুরু হয়। মোট ১৬ জন সাক্ষ্য দেন। ঘটনার পাঁচ বছর পরে সোমবার বিচারক দুই অভিযুক্তকে অ্যাসিড হামলায় দোষী সাব্যস্ত করেছেন। মঙ্গলবার রায়দান হয়। সরকার পক্ষের আইনজীবী বলেন, ”ওয়াসিম মণ্ডল নামে ওই যুবক মেয়েটিকে নানা ভাবে উত্ত্যক্ত করছিল। মেয়েটি বার বার বিষয়টি এড়িয়ে যেতে চায়। পরবর্তী সময়ে অভিযুক্ত যুবকের দেওয়া বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি বন্ধুকে নিয়ে মেয়েটির বাড়িতে যান। ঘুমন্ত অবস্থায় থাকা কিশোরীর গায়ে অ্যাসিড ঢালা হয়। বিচারক দু’জনকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।” এই ঘটনায় আক্রান্তের পরিবার খুশি আদালতের এহেন রায়দানে।