সাধন মন্ডল,

সারেঙ্গা ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে আজ সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সোনার তরী সভাগৃহে সারেঙ্গা ব্লক এলাকার কালী পুজো কমিটি গুলোকে নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য সহ সারেঙ্গা স্বাস্থ্য বিভাগের ডাক্তারবাবু বিদ্যুৎ বিভাগের আধিকারিক সহ বিশিষ্ট মানুষজন। পুজো সম্পর্কে সমস্ত রকম নিয়মকানুনের কথা উপস্থিত পুজো কমিটির সদস্যদের কাছে তুলে ধরেন পুলিশ আধিকারিক বৃন্দ এছাড়া পুজো মণ্ডপ নিয়ে সার্বিক সচেতন করা হয়। বিশেষ করে বাংলাদেশের একটি ঘটনাকে কেন্দ্র করে যে অবস্থা তৈরি হয়েছে সেটিকে সামনে রেখেই পুজো মণ্ডপে সতর্কীকরণ করা হচ্ছে, যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কোনোভাবেই বিঘ্ন না ঘটে সেজন্য জেলা পুলিশ সদা সতর্ক এবং পুজো কমিটি গুলিকেও সতর্ক বার্তা দিয়েছেন। সারেঙ্গা থানা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি পুজো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশদ আলোচনা করেন পুজো কমিটির সদস্যদের সাথে

Leave a Reply