সেখ সামসুদ্দিনঃ জ্বর নিয়ে শিশু ভর্তির সংখ্যায় উদ্বেগ বাড়ছে কালনা মহকুমা হাসপাতালে। চলতি মাসের ২০ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত ছয় দিনে কালনা মহকুমা হাসপাতালে জ্বর, সর্দি, কাশি, উপসর্গ নিয়ে শিশু ভর্তি হয়েছে ১৫১জন শিশু। আজ সোমবার বেলা ১২ টা পর্যন্ত কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন শিশু। সকলের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। সকলেরই মোটামুটি একই উপসর্গ, জ্বর, কাশি এবং কিছু বাচ্চা শ্বাসকষ্টও রয়েছে। বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ ভারতে আছড়ে পড়লে শিশুরাই আক্রান্ত বেশি হবে। তবে সমস্ত বাচ্চারই কোভিড পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন কালনা মহকুমা হাসপাতালের সুপার অরূপ রতন করন। সকলেরই কোভিড টেস্টে তাদের রিপোর্ট নেগেটিভ। পাশাপাশি সমস্ত রকম কোভিড বিধি মেনে বাড়িতে বাচ্চাদের সাথে মেলামেশার জন্য পরামর্শ দিয়েছেন হসপিটাল সুপার অরূপ রতন করন। লাফিয়ে লাফিয়ে জ্বরে আক্রান্ত হওয়া শিশু ভর্তির ঘটনায় উদ্বেগ বাড়ছে কালনা মহকুমায়।

Leave a Reply