সেখ সামসুদ্দিন, ১৭ ডিসেম্বরঃ নিম্নচাপের জেরে টানা বৃষ্টি আর বৃষ্টিতে আলুর জমিতে দাঁড়িয়েছিল জল। জল শুকাতেই বিঘার পর বিঘা আলু চাষ গেছে নষ্ট হয়, আর তারপরই ঋণের দায়ে আত্মঘাতী চাষী। মৃত ব্যক্তির নাম মানিক সেখ। বাড়ি কালনা থানার অন্তর্গত বিরুহা এলাকায়। এদিন শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয় বাড়ির পাশে থাকা গোয়াল ঘরের মধ্যে থেকে। মৃতের পরিবারের লোকজনের দাবি মহাজনী ঋণ এবং গোল্ড ঋণ নিয়ে নিজের পাঁচ বিঘা জমি ও ঠিকে নিয়ে প্রায় ১২ থেকে ১৩ বিঘা জমিতে আলুর চাষ করেছিল। নিম্নচাপের জেরে আলুর জমিতে জল দাঁড়িয়ে সেই সমস্ত আলুগাছ সবই নষ্ট হয়ে যায়। আর এর পরই মানসিক চাপের মধ্যে পড়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই চাষী। আজ শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কালনা হাসপিটালে পাঠানো হয়।