Spread the love

সেখ সামসুদ্দিন, ১৮ জানুয়ারিঃ সাহিত্যিক তথা কার্টুন শিল্পী নারায়ন দেবনাথ আজ সকালে চিরনিদ্রায় চলে গেলেন। বয়স জনিত নানান সমস্যায় ভুগছিলেন, আজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে ইহলোক ত্যাগ করেন। ১৯২৫ সালের নভেম্বরে জন্মগ্রহণ করেন হাওড়ার শিবপুরে। মৃত্যুকালে তাঁর বয়স ৯৭ বছর। তিনি ‘নন্টে ফন্টে’, ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’ সহ ছোটদের আকর্ষিক কাটুন শিল্পী হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। তিনি ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে ‘বঙ্গবিভূষণ’ উপাধি পান এবং ২০২১ সালে ভারত সরকারের ‘পদ্মশ্রী’ পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি অজস্র সম্মান ও পুরস্কারে ভূষিত হন। তাঁর শেষকৃত্য হাওড়া শিবপুর শ্মশানে হবে বলে পারিবারিক সূত্রে জানা যায় এই খ‍্যাতিমান শিল্পীর প্রয়াণে বাঙালি শোকাহত। আজ মেমারি ১ পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন এবং ব্লক কর্মী রিক্রিয়েশন ক্লাব এর পক্ষ থেকে বিডিও অফিসে তাঁর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস। পুষ্পার্ঘ‍্য দেন সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম ডিইও শুভেন্দু সাঁই, বি আই ও, পিডিও, পাও সাহেব সহ ব্লকের সমস্ত বিভাগের আধিকারিকবৃন্দ ও কর্মীবৃন্দ। তাঁর ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে এক মিনিট নীরবতা পালন করে স্মৃতিচারণার মাধ‍্যমে তাঁর আত্মার শান্তি কামনা করা হয় ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *