Spread the love

কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে রাজনগর তৃণমূলের তরফে সংবর্ধনা প্রদান

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-সদ্য প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরির সাথে মহিলা বন আধিকারিকের সাথে বাকবিতন্ডার জেরে রাজ্য তৃনমূল নেতৃত্ব বিষয়টিতে হস্তক্ষেপ করেন।সেই মোতাবেক কারামন্ত্রী থেকে পদত্যাগ করতে বলা হয় এবং সরাসরি তিনি করেও দেন।যারপরনাই বেশ কিছু দিন কারামন্ত্রী কে হতে পারেন তা নিয়ে চলে জোর চর্চা।সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি রাজ্যের নতুন কারামন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকেই। রবিবার রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নব-ভারপ্রাপ্ত মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় রাজনগর নজরুল মঞ্চে। একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা, ব্লক সহ-সভাপতি রানা প্রতাপ রায়, ব্লক সাধারণ সম্পাদক মহম্মদ শরীফ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পরিমল সাহা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আর জি কর কাণ্ড সম্পর্কে ব্যাখ্যা করার সময় অভিযোগের আঙুল তুলে বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস পশ্চিমবাংলায় সন্ত্রাসের রাজ কায়েম করার চেষ্টা করছে। পাশাপাশি আগামী আঠাশে আগস্ট কলকাতায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সফল করার ডাকও দেওয়া হয় এদিনের মঞ্চ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *